বজ্রপাতের দোয়া ও তাসবিহ

বজ্রপাত হচ্ছে আসমানি দুর্যোগ। মানুষকে অন্যায় থেকে বিরত রাখার একটি সতর্কবার্তাও বটে। এ বজ্রপাত আল্লাহ তাআলা শক্তিমত্তার এক মহানিদর্শন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বজ্রের শব্দ শুনতেন বা বিদ্যুতের চমক দেখতেন তখন সঙ্গে সঙ্গে বলতেন-

اَللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَ لَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَ عَافِنَا قَبْلَ ذَلِكَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা লা তাক্বতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআজাবিকা, ওয়া আ’ফিনা ক্ববলা জালিকা।’ (তিরমিজি)

অর্থ : ‘হে আমাদের প্রভু! তোমার ক্রোধের বশবর্তী হয়ে আমাদের মেরে ফেলো না আর তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না। বরং এর আগেই আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করো।’


বজ্রপাত থেকে হেফাজত থাকার তাসবিহ
বজ্রের আক্রমণে মৃত্যু থেকে বাঁচতে ছোট্ট একটি তাসবিহ পড়ার কথা এসেছে হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসান্নেফে আবি শায়বায়। তাতে বলা হয়েছে, যে ব্যক্তি এ তাসবিহ পড়বে-
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
উচ্চারণ : ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।’(মুসান্নেফে আবি শায়বায়)

সে বজ্রপাতের আঘাত থেকে মুক্ত থাকবে।

সমাজকে বদলে দিতে চান?

সমাজকে বদলে দিতে চান?

সমাজকে বদলে দিতে জনকল্যাণমূলক সংঘ গড়া জরুরী। সুস্থ্য মন-মানসিকতা নিয়ে একতাবদ্ধ হয়ে বিভিন্ন জনকল্যাণমূলক সংঘ গড়ে আমরাই ‘মাওহা ইউনিয়ন’কে সকলক্ষেত্রে এগিয়ে রাখতে পারি।

বিদ্যালয়ে যাতায়াতের জন্য সড়ক চাই!

গৌরীপুর উপজেলাধীন মাওহা ইউনিয়নের অন্তর্গত ধারাকান্দি গ্রামের “১১০ নং ধারাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়”-এ যাতায়াতের জন্য কোন সড়ক নাই। ফলে-

  • শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হচ্ছে;
  • বিদ্যালয়ে আশানুরূপ উন্নয়ন হচ্ছে না;
  • শিক্ষা কর্মকর্তাগণ বিদ্যালয়ে পরিদর্শনে আসছে না;
  • উৎসব-অনুষ্ঠান ও বিভিন্ন দিবসে শোভাযাত্রা করা যাচ্ছে না;
এমতাস্থায় উক্ত কারণের প্রেক্ষিতে সড়ক নির্মাণ করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

অনুরোধক্রমে,
ধারাকান্দি গ্রামবাসীর পক্ষে
ধারাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়

নয়ানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ময়মনসিংহ বিভাগের চ্যাম্পিয়ন


প্রতিযোগিতা: আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
উদ্যোগে: ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়
স্থান: ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠ, ময়মনসিংহ
তারিখ ও বার: ৫ ফেব্রুয়ারি, ২০১৯। মঙ্গলবার

ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী?


যেহেতু
ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেয়ার যন্ত্র নেই, তাই নিজেদের সতর্কতা সচেতনতাই হচ্ছে একমাত্র ভরসা  
  
আসুন জেনে নিই ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী? 
  

Contact for ad