গৌরীপুরের গর্ব শামীম বয়াতী



 
নাম: মোঃ শামীম মিয়া
পিতা: মোঃ আবুল কাশেম
মাতা: মোছাঃ ছুলেমা খাতুন
জন্ম তারিখ: ১২ ফেব্রুয়ারী ১৯৮১
জন্মস্থান: গিধাউষা (গৌরীপুর),ময়মনসিংহ।
সংস্কৃতি বিষয়ক সম্পাদক(আত্মত্যাগ সাহিত্য সাময়িকী)
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা(মাওহা উপি ওয়েব পোর্টাল)
পরিচিত: শামীম বয়াতী নামেই
ছোটবেলা থেকেই এই ছেলেটির বাউলিয়া নাগাতের গানে অনেক টান। এ জন্য তিনি ধীরে ধীরে হয়ে ওঠেছেন একজন বাউল শিল্পী ও বয়াতী।শামীম বয়াতী নামে অত্র এলাকায় সবাই এক নামে চিনে। উল্লেখযোগ্য শামীম বয়াতী বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে তিনি বহুবার গান পরিবেশন করেছেন। উল্লেখযোগ্য মহুয়া,মলুয়া, নজরুল এবং বাংলার রুপ নিয়েও করেছেন বহু কিচ্ছা পালা। তিনি গাজীর গানও পরিবেশন করে থাকেন। তিনি অনেক পালা গান জানেন। যেমন-মহুয়া, মলুয়া, মতিলাল বাদশাহ, কমলা, সুন্দরমতি আমির সাধু, দেওয়ানা,  ভাবনা, গোলে হরমুজ, এমরান চন্দ্রবান ইত্যাদিসহ আরো অনেক।শামীম বয়াতী তার চুলের ঝাকুনী ও বয়াতীর ঢঙে একজন নামী দামী শিল্পী হিসেবে তিনি ময়মনসিংহ এলাকায় পরিচিত।শামীম বয়াতী বিভিন্ন অনুষ্ঠানে ও বিভিন্ন জলসায় সঙ্গীত পরিবেশন করে থাকেন।যে কোন বাউলিয়া নাগাতের গানে প্রত্যন্ত অঞ্চলে গান করে বেড়ান।শামীম বয়াতীর কয়েকটি কিচ্ছা প্রচারিত হয়েছে ‘বাংলাদেশ টেলিভিশন’সহ বিভিন্ন অনুষ্ঠানে। বর্তমানে তিনি কুদ্দুস বয়াতীর শিষ্য।
যোগাযোগে
মোঃ শামীম বয়াতী
ঠিকানা: গিধাউষা (গৌরীপুর), ময়মনসিংহ
মোবাইল:০১৯৫৩-৪১৪৬২০/০১৭২৯-৯৫৯৭০৮
ই-মেইল: shamim.boyati@yahoo.com
ফেইসবুক: শামীম বয়াতী
তার কিছু কিচ্ছা পালা শুনতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Contact for ad