সমাজকে বদলে দিতে চান?

সমাজকে বদলে দিতে চান?

সমাজকে বদলে দিতে জনকল্যাণমূলক সংঘ গড়া জরুরী। সুস্থ্য মন-মানসিকতা নিয়ে একতাবদ্ধ হয়ে বিভিন্ন জনকল্যাণমূলক সংঘ গড়ে আমরাই ‘মাওহা ইউনিয়ন’কে সকলক্ষেত্রে এগিয়ে রাখতে পারি।

বিভিন্ন জনকল্যাণমূলক সংঘের ধরণ:
শিক্ষা সংঘ: শিক্ষা সংঘ গড়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ও পুরস্কৃত করা গেলে শিক্ষার প্রসার ঘটবে। ফলে সমাজ উন্নত হবে।
গ্রাম্য রাস্তা উন্নয়ন সংঘ: প্রত্যেক গ্রামে রাস্তা উন্নয়ন সংঘ গড়ে রাস্তা সংস্কার, সম্প্রসারণ, কালভার্ট, ছোট সেতু ইত্যাদির ব্যবস্থা করা গেলে গ্রামের লোকজন সহজে যাতায়াত করতে ও ব্যবসা-বাণিজ্য করতে সহজতর হবে।
আত্মকর্মসংস্থান সংঘ: নিজেরাই নিজেদের কিভাবে কর্মমূখী করা যায় সে ইস্যূতে আত্মকর্মসংস্থানমূলক সংঘ গড়ে তোলা উচিত।
আর্ত মানবতা সংঘ: পশুপালন, সুদবিহীন/অল্পসুদে ঋণদান, দুর্যোগে সাহায্যের হাত বাড়ানো ইত্যাদির জন্য আর্ত মানবতা সংঘ গড়ে তোলা যায়।
মাদকাসক্তবিরোধী সংঘ: ধূমপান, মদ, গাজা ইত্যাদি বিভিন্ন মাদকাসক্তি বিষয়ে জনগণকে সচেতন করার জন্য মাদকাসক্তবিরোধী সংঘ গড়ে তোলা যায়।
বৃক্ষরোপণ ও পরিচর্যা সংঘ: সুস্থ্য ও নির্মল বায়ুর জন্য মোট জমির ২৫ভাগ বনভূমি থাকা প্রয়োজন। তাই বৃক্ষরোপণ ও পরিচর্যা সংঘ গড়ে জনগণকে বৃক্ষরোপণ করতে উৎসাহী করা প্রয়োজন।
বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সংঘ: বাল্যবিবাহ ও যৌতুকের কুফল সম্পর্কে জনমনে সচেতনতার জন্য বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সংঘ গড়ে তোলা উচিত।
পাঠাগার সংঘ: অধ্যাপক বেকন বলেছেন, “বই তৈরী করে পূর্ণ মানুষ।” তাই পাঠাগার সংঘ গড়ে বিভিন্ন আদর্শ ব্যক্তিত্বের জীবনী ও বিভিন্ন শিক্ষণীয় বিষয়ের বই পাঠকদের উদ্দেশ্যে সংরক্ষণ করা যায়।

এছাড়াও আরও অনেক জনকল্যাণমূলক সংঘ গড়া যায়।

সমাজে উদ্যোগী লোকের খুবই অভাব। নিজ উদ্যোগে আসুন আমরা সমাজের উন্নয়নকল্পে জনস্বার্থে ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখি।

Contact for ad