মার্চের কবিতা

বর্বরতা
আহাদুল ইসলাম (সুমন)

মার্চ মাসের ২৫তারিখ অন্ধকার রাতে,
পাকিস্তানি দস্যূরা অস্ত্রসহ আসে ঢাকাতে।
গণহত্যা, লুণ্ঠন আর নারী নির্যাতনে-
অতর্কিত হামলা চালায় অতি নিষ্ঠুর মনে।
শিক্ষক-সাহিত্যিক-বুদ্ধিজীবী ছিলেন যারা,
তাঁদেরকে ধরে নিয়ে খুন করল ওরা।
ছাত্র-যুবক দেখামাত্র করে ওরা গুলি,
এভাবেই ধ্বংস করে দেশের সম্পদগুলি।
গ্রামের পর গ্রাম ধ্বংস করে পুঁড়িয়ে করে ছাঁই,
এদের মতো হিংস্র জন্তু কোন দেশেই নাই। 

(২০০৬ সালে গৌরীপুরের ‘সুবর্ণ বাংলা’ পাক্ষিক পত্রিকায় প্রথম প্রকাশিত কবিতা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Contact for ad