ময়মনসিংহ
জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়নে ৩১ মার্চ (বৃহস্পতিবার) দ্বিতীয় দফায়
অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নব নির্বাচিত প্রতিনিধিগণ:
নবনির্বাচিত
চেয়ারম্যান:
*৪নং মাওহা ইউনিয়নে রমিজ উদ্দিন স্বপন (চশমা, আ’লীগ বিদ্রোহী) ৪৪১২ ভোট পেয়ে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্ধী আল ফারুক (মোটর সাইকেল, আ’লীগ বিদ্রোহী) পেয়েছে ৩৫৯০ ভোট।
নবনির্বাচিত
সংরক্ষিত মহিলা সদস্য:
*৪নং মাওহা ইউনিয়নে সংরক্ষিত আসনে মিনা বেগম, নাজমা বেগম, মোছা. জেসমীন।
নবনির্বাচিত
সাধারণ সদস্য:
*৪নং মাওহা ইউনিয়নে সাধারণ আসনে মো. এন্টেশ মিয়া, মো. মতিউর রহমান, রফিকুল ইসলাম হাবুল, মো. আ. হামিদ, মো. একলাছ উদ্দিন, মো. কামরুজ্জামান, মো. আবুল মিয়া, মো. আব্দুল মান্নান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন