মাওহা ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য

ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়নে ৩১ মার্চ (বৃহস্পতিবার) দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নব নির্বাচিত প্রতিনিধিগণ:

নবনির্বাচিত চেয়ারম্যান:
*৪নং মাওহা ইউনিয়নে রমিজ উদ্দিন স্বপন (চশমা, লীগ বিদ্রোহী) ৪৪১২ ভোট পেয়ে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্ধী আল ফারুক (মোটর সাইকেল, লীগ বিদ্রোহী) পেয়েছে ৩৫৯০ ভোট।

নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য:
*৪নং মাওহা ইউনিয়নে সংরক্ষিত আসনে মিনা বেগম, নাজমা বেগম, মোছা. জেসমীন।

নবনির্বাচিত সাধারণ সদস্য:
*৪নং মাওহা ইউনিয়নে সাধারণ আসনে মো. এন্টেশ মিয়া, মো. মতিউর রহমান, রফিকুল ইসলাম হাবুল, মো. . হামিদ, মো. একলাছ উদ্দিন, মো. কামরুজ্জামান, মো. আবুল মিয়া, মো. আব্দুল মান্নান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Contact for ad