আল্লাহু আল্লাহু বল
কথা ও সুর: মোঃ আহাদুল ইসলাম সুমন
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’- (২বার)
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।
তুমি ছিলে মায়ের গর্ভে, কেমনে আসলে এই ভবে-(২বার)
ভেবে দেখ কে দিল তোমার দেহে প্রাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’-
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।
যার খাতিরে সৃষ্টি ধরা, দীদার পাবে না তারে ছাড়া-(২বার)
মনে প্রাণে ভক্তি কর মুহাম্মদ(সা) তার নাম।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’ (২বার)
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।
ভেবে অধম আহাদে কয়, আল্লাহকে কররে ভয়-(২বার)
পরকালের পুঁজি কর, পড়রে কুরআন।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।
------------------------------------
কথা ও সুর: মোঃ আহাদুল ইসলাম সুমন
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’- (২বার)
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।
তুমি ছিলে মায়ের গর্ভে, কেমনে আসলে এই ভবে-(২বার)
ভেবে দেখ কে দিল তোমার দেহে প্রাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’-
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।
যার খাতিরে সৃষ্টি ধরা, দীদার পাবে না তারে ছাড়া-(২বার)
মনে প্রাণে ভক্তি কর মুহাম্মদ(সা) তার নাম।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’ (২বার)
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।
ভেবে অধম আহাদে কয়, আল্লাহকে কররে ভয়-(২বার)
পরকালের পুঁজি কর, পড়রে কুরআন।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।
------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন