ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে অযত্নে আর অবহেলায় পড়ে আছে বাংলার ঐতিহাসিক বীরঙ্গনা নারী সখিনা’র সমাধি।
ঈশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁর সহধর্মিনী ও উমর খাঁর একমাত্র কন্যা বাংলার বীরঙ্গনা নারী ‘বিবি সখিনা’।
বই-পুস্তক পড়ে বিভিন্ন এলাকা থেকে এখনও অনেক পর্যটক আসেন এই ঐতিহাসিক স্থানটি দুনয়নে দর্শনের জন্য।
ঈশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁর সহধর্মিনী ও উমর খাঁর একমাত্র কন্যা বাংলার বীরঙ্গনা নারী ‘বিবি সখিনা’।
বই-পুস্তক পড়ে বিভিন্ন এলাকা থেকে এখনও অনেক পর্যটক আসেন এই ঐতিহাসিক স্থানটি দুনয়নে দর্শনের জন্য।
![]() |
নয়নাভিরাম কুসুমান্দু গাছ |
‘ঐতিহাসিক বীরঙ্গনা পর্যটন’ করার দাবী এলাকাবাসীর দীর্ঘদিনের।
![]() |
দাবী মোদের একটাই, বীরঙ্গনা পর্যটন চাই। |