বীরঙ্গনা পর্যটন

ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে অযত্নে আর অবহেলায় পড়ে আছে বাংলার ঐতিহাসিক বীরঙ্গনা নারী সখিনা’র সমাধি।
ঈশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁর সহধর্মিনী ও উমর খাঁর একমাত্র কন্যা বাংলার বীরঙ্গনা নারী ‘বিবি সখিনা’।
বই-পুস্তক পড়ে বিভিন্ন এলাকা থেকে এখনও অনেক পর্যটক আসেন এই ঐতিহাসিক স্থানটি দুনয়নে দর্শনের জন্য।
নয়নাভিরাম কুসুমান্দু গাছ
ঐতিহাসিক বীরঙ্গনা পর্যটন’ করার দাবী এলাকাবাসীর দীর্ঘদিনের।



দাবী মোদের একটাই, বীরঙ্গনা পর্যটন চাই।

Contact for ad