প্রত্যেক পুরুষের অফিসে ১০টি জিনিস রাখা প্রয়োজন


অফিসে আপনার টেবিলে কলম, লেখার কাগজ, নোটবুক বা ফোল্ডার থাকবে, এটাই স্বাভাবিক। এতে আপনার টেবিলটি কিন্তু পরিপূর্ণ হয়নি। বিশেষজ্ঞরা এখানে ১২টি প্রয়োজনীয় জিনিসের কথা জানিয়েছেন, যা প্রত্যেক পুরুষের অফিসে মজুদ থাকা উচিত।

. ক্যাজুয়াল ব্লেজার : একটি ক্যাজুয়াল ব্লেজার অফিসের ড্রয়ারে রেখে দেওয়া উচিত। যেকোনো অনুষ্ঠান বা মিটিংয়ে এটা কাজে দেবে।

. বাড়তি এক জোড়া জুতা : এটা যে খুব দামি হতে হবে তা না। তবে এক্সিকিউটিভ পোশাকের সঙ্গে পরা যাবে এমন এক জোড়া বাড়তি জুতা রেখে যাবেন।

. এক জোড়া মোজা : বাড়তি জুতার সঙ্গে মানিয়ে যায় এমন এক জোড়া মোজা রাখতে ভুলবেন না। তবে এমন মোজা রাখবেন যা সব পোশাকের সঙ্গে মানিয়ে যাবে।

. এক জোড়া হেডফোন : কাজের ফাঁকে একটু রিলাক্স করতে এক জোড়া হেডফোন রাখতে পারেন ড্রয়ারে। গান শোনা কর্মীদের ৎপাদনশীলতা বৃদ্ধি করে। তাই ভালো মানের একজোড়া হেডফোন রাখতে পারেন।

. ডিওডরেন্ট : একটু ফ্রেস হয়ে নিতে বা একটা ডিওডরেন্ট অফিসে রাখুন। ঘাম ঝরিয়ে অফিসে আসার পরও এটা কাজে দেবে।

. একটা ছাতা : বৃষ্টির মৌসুম না থাকলেও রোদ থেকে তো মুক্তি নেই। তা ছাড়া অফিস থেকে বেরোনোর সময় হঠা বৃষ্টিতে পড়লে ছাতা বাঁচাবে।

. ফোন চার্জার : বাড়তি একটা চার্জার অফিসে না থাকলেই নয়। আপনার ফোনের চার্জ কম থাকতেই পারে। অফিসে বসেই চার্জ দিতে পারবেন। অন্তত যোগাযোগ বিচ্ছিন্ন হতে হবে না।

. ভিটামিন সি সাপ্লিমেন্ট : অফিসে অসুস্থ হয়ে পড়লে তা ভিন্ন বিষয়। তবে ভালো লাগছে না, এমন পরিস্থিতি সামাল দিতে পারেন এর মাধ্যমে।

. টুথব্রাশ : মুখের দুর্গন্ধ কখনোই ভালো নয়। অফিসে নিশ্চয়ই দাঁত ব্রাশ করেই আসেন। কিন্তু কোনো সময় যদি শ্বাস-প্রশ্বাসে দুর্গন্ধ আসতেই থাকে, তবে ওয়াশ রুমে গিয়ে দাঁত ব্রাশ করে ফেলতে পারেন।

১০. উচ্চশক্তির স্ন্যাক্স : মাঝে মধ্যেই দুপুরে কাজে লাগতে পারে। প্রচণ্ড ক্ষুধায় দুর্বল হয়ে পড়লে এটি আপনাকে কর্মক্ষম করে তুলবে। তাই উচ্চ শক্তিমাত্রার কয়েক প্যাকেট স্ন্যাক্স টেবিলের ড্রয়ারে রাখতে পারেন।

সূত্র : বিজনেস ইনসাইডার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Contact for ad