কাজল যে শর্তে অজয়ের ঘরনী হয়েছিলেন



*বিনোদন ডেস্ক: মাইওপ*
বলিউডের তারকা দম্পতিদের মধ্যে অন্যতম সুখী দম্পতি বলা হয় অজয় দেবগন ও কাজল দম্পতি। জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময় ১৯৯৯ সালে কাজল বিয়ে করেছিলেন অজয় দেবগনকে।  এতদিন পর জানা গেল কাজলকে বিয়ে করতে একটি শর্ত মানতে হয়েছিলো অজয়কে
জয়পুরের সাহিত্যউৎসবে অংশ নিতেগিয়েছিলেন কাজল।মঞ্চে নিজের সাহিত্যেরপ্রতি অনুরাগের ব্যাপারেকথা বলতে গিয়েতিনি বলে ফেললেন, অজয়কে বিয়ে করারআগে তাকে একটিশর্ত দিয়েছিলেন তিনি।আর তা হলো, বাড়িতে একটি পাঠাগারতৈরি করতে হবে।পড়ুয়া হওয়ায় বাড়িতেলাইব্রেরি থাকাটাতার জন্য আবশ্যকছিল বলেই জানানবলিউডের অন্যতম এই অভিনেত্রী।আর সেই শর্তমেনে পাঠাগার তৈরিকরে দেন অজয়, যেটা ছিল কাজলেরমধুচন্দ্রিমার উপহার
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের ভাষ্য অনুযায়ী ওখানে কাজল আরো বলেন, তার বাড়িতে বই পড়ার পরিবেশ ছিল সব সময়। আর সে কারণেই এতটা বইপাগল তিনি। জানালেন, মা তনুজা এখন এতটাই বই পড়েন যে, খাওয়ার সময়ও তার হাতে একটা বই থাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Contact for ad