ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কিল্লা বোকাইনগর ফাযিল মাদরাসা থেকে আলিম উর্ত্তীণ ছাত্র আব্দুস সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিটে ১ম স্থান অধিকার করেছে।
এ মাদরাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়। বোকাইনগর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মরহুম মাওলানা নূরুল হক ও মাতা মরিয়ম আক্তারের পুত্র। ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও সে ১১তম স্থান লাভ করে। ভবিষ্যতে সে ব্যারিস্টার হতে চায় তাই আইন বিভাগ পছন্দ করেছে। কিল্লা বোকাইনগর ফাযিল মাদরাসার গভর্ণিং বডির সভাপতি ইকবাল হোসেন জুয়েল ও অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হক অভিনন্দন জানান। এ ফলাফলে মাদরাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে উৎফুল্ল বিরাজ করছে।এলাকাবাসী গর্ববোধ করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন