বোরো ধানের চাষাবাদ



বোরোধানগুলো এককালেআমাদেরদেশেহাওরবাঁওড়এলাকায় চাষহতো।হাওর বাবাঁওড়শব্দথেকেবোরোশব্দেরউৎপত্তি।  বর্তমানে সেচের বিস্তার হওয়ায় অন্যান্য উঁচুজমিতেওএরচাষহচ্ছে।বোরোমওসুমেধানগাছপ্রচুরসূর্যকিরণ পায়, সারবেশিগ্রহণকরেঅথচগাছপাতাহেলেপড়েনা, ফলবানকুশিবেশিহয়এবংঅধিকফলনপাওয়াযায়।তাইমওসুমেআধুনিকজাতেরবোরোধানেরচাষসম্প্রসারণ করাপ্রয়োজন। বোরোধানেরভালোফলনপেতেহলেজমিতৈরি, সুষমমাত্রায় জৈবরাসায়নিক সারব্যবহার এবংসময়মতো চারারোপণকরেঅন্যান্য পরিচর্যা সঠিকভাবে করতেহবে
জমি তৈরিধানের চারারোপণেরজন্যজমিকাদাময় করেউত্তমরূপে তৈরিকরতেহবে।জন্যজমিতেপ্রয়োজনমতো পানিদিয়েমাটিএকটুনরমহলে১০-১৫ সেন্টিমিটার গভীরকরেসোজাসুজি আড়াআড়িভাবে চার-পাঁচটি চাষ মইদিতেহবেযেনমাটিথকথকেকাদাময় হয়।প্রথমচাষেরপরঅন্ততসাতদিনজমিতেপানিআটকেরাখাপ্রয়োজন। এরফলেজমিরআগাছা, খড়ইত্যাদি পচনেরফলেগাছেরখাদ্যবিশেষকরেঅ্যামোনিয়াম নাইট্রোজেন জমিতেবৃদ্ধিপায়।
মূল সার প্রয়োগবোরো মওসুমেধানেরআশানুরূপ ফলনপেতেজমিতেপরিমাণমতো জৈবরাসায়নিক সারব্যবহার করাদরকার।সারণিতে বোরোধানেরজাতভিত্তিক সারেরমাত্রা(ইউরিয়া ছাড়া) উল্লেখকরাহলো।
জাতভেদে বোরোধানেরসারেরপরিমাণ(কেজি/হেক্টরে)
চারা রোপণবীজতলা থেকে৩০-৩৫ দিন বয়সেরচারাসাবধানে তুলেএনেসারিকরেরোপণকরতেহবে।মওসুমেসারিথেকেসারি২০-২৫ সেন্টিমিটার এবংচারাথেকেচারা১৫-২০ সেন্টিমিটার দূরত্বে লাগাতেহবে।জমিরউর্বরতা জাতেরকুশিছাড়ানোর ওপরভিত্তিকরেদূরত্বকমবাবেশিহতেপারে।প্রতিগোছায়দু-তিনটি সুস্থ সবলচারা.-.সেন্টিমিটার গভীরেরোপণকরতেহবে।খুবগভীরেচারারোপণকরাঠিকনয়।এতেকুশিগজাতেদেরিহয়।কুশিছড়াকমহয়।কমগভীরেরোপণকরলেতাড়াতাড়ি কুশিগজায়, কুশিছড়াবেশিহয়ফলনবাড়ে।তাইকমগভীরেচারারোপণেরজন্যরোপণেরসময়জমিতে.২৫ সেন্টিমিটারের মতোছিপছিপে পানিরাখাভালো।কাদাময় অবস্থায় রোপণেরগভীরতাঠিকরাখারসুবিধাহয়।রোপণেরপরজমিরএককোনায়কিছুবাড়তিচারারেখেদিতেহয়।এতেরোপণের১০-১৫ দিন পরেযেসবজায়গায় চারামরেযায়সেখানেবাড়তিচারাথেকেশূন্যস্থান পূরণকরাযায়।ফলেজমিতেএকইবয়সেরচারারোপণকরাহয়।
সেচব্যবস্থাগাছের প্রয়োজনমাফিক সেচদিলেসেচেরপানিরপূর্ণব্যবহার হয়।বোরোধানেরজমিতেসবসময়পানিধরেরাখতেহবেএমনকোনোনিয়মনেই।বোরোমওসুমেসাধারণত ধানেরসারাজীবনকালে মোট১২০সেন্টিমিটার পানিরপ্রয়োজন। তবেকাইচথোড়আসারসময়থেকেধানেরদুধহওয়াপর্যন্ত পানিরচাহিদাদ্বিগুণ হয়।সময়জমিতেদাঁড়ানো পানিরাখতেহয়।কারণথোড়ফুলঅবস্থায় মাটিতেরসনাথাকলেফলনকমেযায়।ধানকাটার১০-১২ দিন আগেজমিরপানিবেরকরেদিতেহবে।ছাড়াজমিশুকিয়ে নিতেহবে।এতেমাটিতেজমেথাকাদূষিতবাতাসবেরহয়েযাবেএবংচারাগুলো মাটিরজৈবপদার্থথেকেসহজেখাবারগ্রহণকরতেপারবে। 
বোরো ধানের ভাল ফলন পেতে হলে সঠিক সময়ে জমি তৈরি, সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার ব্যবহার এবং সময়মতো চারা রোপণ করে অন্যান্য পরিচর্যা সঠিকভাবে করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Contact for ad