*মাওহা ইউপি ওয়েব পোর্টাল:
ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়নে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনকে ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) পহেলা বৈশাখ দুপুরে ভুটিয়ারকোনা প্রাইমারী স্কুল মাঠে বিশাল গণসংবর্ধনা দেয়া হয়েছে ।
স্থানীয় শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান ‘স্টুডেন্ট মিডিয়া সেন্টার’-এর আয়োজনে মাওহা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্যগনদের আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা দেয়া হয়েছে।
মাওহা ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান কবিরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক এটিএম শামছুজ্জামান মাসুদ, এডভোকেট কাজল বিএসসি, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কবির উদ্দিন কবির, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আ’লীগ নেতা শেখ কাঞ্চন মিয়া, নুরুল হক, শফিকুল ইসলাম রতন, স্টুডেন্ট মিডিয়া সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক জহিরুল হুদা লিটন, ভূটিয়ার কোনা পাঠাগারের সাধারন সম্পাদক আজিবুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সুধীজন, স্টুডেন্ট মিডিয়া সেন্টারের পরিচালকবৃন্দ। সংবর্ধনা শেষে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন তাঁর পরিষদের নির্বাচিত পুরুষ ও মহিলা সদস্যদের মাঝে ফলজ গাছের চারা বিতরন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন