রঙ্গিলা শাহ মাজারে দুই দিনব্যাপি ফকির সাধু পাগল মজনুর মেলা




ফকির সাধু মজনুর মেলা:
উদ্ধোধন: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন, এমপি
সার্বিক ব্যবস্থাপনায়: রমিজ উদ্দিন স্বপন, চেয়ারম্যান (মাওহা ইউপি)
সঞ্চালনায়: সাংবাদিক জহিরুল হুদা লিটন
তারিখ: ১২ ও ১৩ নভেম্বর/২০১৬
স্থান: রঙ্গিলা শাহ মাজার, কুমড়ী, মাওহা ইউপি-গৌরীপুর।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে সাধক শাহ সূফী হযরত ফছি পাগলা বাবার স্মরনে অনুষ্ঠিত হয়েছে দিন ব্যাপী ফকির সাধক পাগল মজনুর মেলা বাউল গানের আসর উল্লেখিত কুমড়ী গ্রামের শাহ সূফী হযরত আলীম উদ্দিন ওরফে রঙ্গিলা শাহ (রঃ) মাজার শরীফ সংলগ্ন এই মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি উপজেলার ৪নং মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের সার্বিক ব্যবস্থাপনায় এই মেলা বাউল আসরের আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত সূফী, সাধক, পাগল, মজনু, সন্নাসী বাউল শিল্পীরা এতে স্বতস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন মেলার ১ম দিন শনিবার (১২নভেম্বর) রাতে মিলাদ মাহফিল আলোচনা সভা শেষে শুরু হয় বাউল গানের আসর সাংবাদিক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় এতে বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পী কুষ্টিয়ার তৌহিদুল ইসলাম, নেত্রকোনার মদনের নুরুজ্জামান, ময়মনসিংহের হালুয়াঘাটের গিয়াস উদ্দিন, উদীচীর ফেরদৌস, রফিক সরকার, রাজিব বনিক, গৌরীপুরের আব্দুর রাশিদ, শিশু বাউল শিল্পী পালাশ, সাথী প্রমুখ রবিবার বাদ মাগরিব আধ্যাত্মিক সামা, বাদ এশা বাউল সংগীত পরিবেশনা বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ২দিন ব্যাপী এই মেলা ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন জানান গাজীপুর জেলার জয়দেবপুর থানার পোড়াবাড়ির বিখ্যাত সাধক শাহ সূফী হযরত ফছি পাগলা বাবার স্মরণে এই মেলার আয়োজন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Contact for ad