সুরিয়া নদীর উপর কিল্লা তাজপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়নের বহুযুগের প্রতিক্ষিত ভূটিয়ারকোনা বাজার সংলগ্ন ভূটিয়ারকোনা-কিল্লা তাজপুর সড়কের সুরিয়া নদীর উপর কিল্লা তাজপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য, ১৪৮, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. নাজিম উদ্দিন আহমেদ।

সেতুটি ছিল কিল্লা তাজপুরসহ অত্র এলাকার বহুযুগের প্রাণের চাওয়া। সেতুটি নির্মাণের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন সাবেক তিন চেয়ার‌ম্যান দেওয়ান মিজাজ খান, দেওয়ান কাঞ্চন খান ও নূর মুহাম্মদ কালন। সংযোগ রাস্তা হওয়ার দরুন সরকারী-বেসরকারী কোন প্রকল্পই বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না। অবশেষে প্রাক্তন চেয়ারম্যান নূর মুহম্মদ কালন মাস্টার অনুনয় বিনয় করে প্রয়াত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন অবঃ মুজিবুর রহমান ফকির এম.পি-কে রাজি করিয়ে এম.পি মহোদয়ের ব্যক্তিগত তুক বরাদ্দ থেকে সেতু প্রকল্প অনুমোদন করেন। তারই বাস্তবায়ন করছেন বর্তমান এম.পি, গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এড. নাজিম উদ্দিন আহমেদ।

৮ ডিসেম্বর ২০১৬ইং, বৃহস্পতিবার ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক জনাব মোতালিব বি.এস.সি, মাওহা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রমিজ উদ্দীন স্বপন, সাবেক চেয়ারম্যান দেওয়ান কাঞ্চন খান, প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মুহাম্মদ কালন মাস্টার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর উদ্দীনসহ উপজেলা ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Contact for ad