মাওহা ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে প্রায় ২ কি.মি রাস্তা সংস্কার

মঙ্গলবার (৩ জানুয়ারী/১৭) সকালে মাওহা ইউনিয়নে স্থানীয় ‘বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘ’-এর সদস্যের স্বেচ্ছাশ্রমে প্রায় ২ কিলোমিটার রাস্তা ভরাট করে সংস্কার করা হয়েছে।

কুর্শ্বাপাড়া হতে বাউশালীপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্ধোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন আর বিষমপুর হতে মাওহা বাজার পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্ধোধন করেন নবনির্বাচিত জেলা পরিষদ ময়মনসিংহ-৫ (গৌরীপুর)-এর সদস্য এইচ.এম খায়রুল বাশার।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুজ্জামান, বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের সভাপতি উজ্জ্বল মিয়া, সাধারণ সম্পাদক আজহারুল করীম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ।
ধারাকান্দি গ্রামের রাস্তা উন্নয়ন স্বেচ্ছাসেবক কর্মী
ধারাকান্দি গ্রামের রাস্তা উন্নয়ন স্বেচ্ছাসেবক কর্মী
 মাওহা ইউনিয়নের প্রায় প্রত্যেকটি গ্রামের রাস্তার বেহাল দশা। ইউনিয়ন জনপ্রতিনিধিসহ জনকল্যাণে সকলকে রাস্তা সংস্কারে এগিয়ে আসতে হবে-প্রয়োজনে পাড়ায় পাড়া ‘গ্রাম্য রাস্তা উন্নয়ন সংঘ’ গড়ে রাস্তা সংস্কার করতে হবে যাতে গ্রামের লোক সহজে যাতায়াত করতে পারে।


মাইওপো/এম.এ.আই.এস

Contact for ad