বিদ্যালয়ে যাতায়াতের জন্য সড়ক চাই!

গৌরীপুর উপজেলাধীন মাওহা ইউনিয়নের অন্তর্গত ধারাকান্দি গ্রামের “১১০ নং ধারাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়”-এ যাতায়াতের জন্য কোন সড়ক নাই। ফলে-

  • শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হচ্ছে;
  • বিদ্যালয়ে আশানুরূপ উন্নয়ন হচ্ছে না;
  • শিক্ষা কর্মকর্তাগণ বিদ্যালয়ে পরিদর্শনে আসছে না;
  • উৎসব-অনুষ্ঠান ও বিভিন্ন দিবসে শোভাযাত্রা করা যাচ্ছে না;
এমতাস্থায় উক্ত কারণের প্রেক্ষিতে সড়ক নির্মাণ করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

অনুরোধক্রমে,
ধারাকান্দি গ্রামবাসীর পক্ষে
ধারাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়

Contact for ad