বিদ্যুৎ চাই



ধারাকান্দী গ্রামে বিদ্যুৎ চাই

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়নের ধারাকান্দী একটি জনবহুল ও আদর্শ গ্রাম। এ গ্রামের অধিকাংশ লোকজনই কৃষি কাজের উপর নির্ভরশীল। এ গ্রামের অধিকাংশ লোক শিক্ষিত। এ গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মসজিদ, একটি মাদ্রাসা আছে। কিন্তু দুঃখের বিষয় অর্ধেক গ্রামে বিদ্যুৎ নেই। এ গ্রামে বিদ্যুৎ থাকলে কৃষির উৎপাদন বেশি হতো আর ছাত্ররা তাদের পড়াশুনা ঠিকভাবে চালিয়ে যেতে পারতো সর্বোপরি সার্বিক দিকদিয়ে গ্রামবাসী ব্যাপক উপকৃত হতো। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে কয়েকবার আবেদন করা সত্ত্বেও কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি। 

এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই গ্রামে বিদ্যুৎ প্রদানের জন্য বিনীত আবেদন জানাচ্ছি। 


মো: মুতাছিম বিল্লাহ সুহেল  
ধারাকান্দী, গৌরীপুর-২২৭০

Contact for ad