নিরাপদ ট্রাভেলস
(বিলাসবহুল স্লিপিং চেয়ার কোচ সার্ভিস)
সকাল ৭:৩০-
রামপুর-গৌরীপুর-ময়মনসিংহ-ঢাকা।
দুপুর ২:৩০
ঢাকা-ময়মনসিংহ-গৌরীপুর-রামপুর।
সুপারভাইজার/গাড়ী: 01754-712204.
অভিযোগ: 01711-467909.
৩নং অচিন্তপুর, ৪নং মাওহা ও ৫নং সহনাটি ইউনিয়ন গৌরীপুর উপজেলার পূর্বদিকে অবস্থিত। কোন এক সময় এই তিন ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা দুর্লভ ছিল। বর্তমানে সিএনজি, অটোরিক্সা, টেম্পু, লেগুনা ইত্যাদি সহজলভ্য। তার মধ্যে আর একটি যাতায়াত সুবিধা যোগ হয়েছে এই তিন ইউনিয়ন তথা গৌরীপুরবাসীর জন্য। সেটি হচ্ছে নিরাপদ ট্রাভেলস-যেটি রামপুর থেকে সকাল ৭টা ৩০মিনিটে গাড়ীটি ছাড়ে। এলাকাবাসীর দাবী নিরাপদ ট্রাভেলস কোচটি যেন আরও ভোরে ছাড়ে। বর্তমানে এর সময়সূচি নিম্নে প্রদত্ত হল:
গাড়ী ছাড়ার সময়:
রামপুর-সকাল: ৭:৩০
বেখৈরহাটি-সকাল: ৭:৫৫
শাহগঞ্জ-সকাল: ৮:৩০
ঢাকা-দুপুর: ২:৩০
বি:দ্র: ঈদের সপ্তম দিন পর্যন্ত দ্বিতীয়বার রামপুর থেকে রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে এই গাড়ীটি ছাড়বে।
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে, আরও একটি বাস তারা অফিস টাইম হিসেবে অতিসত্বর চালু করবে।
>মাইওপো/আইসু/০৫/০৯/২০১৬
(বিলাসবহুল স্লিপিং চেয়ার কোচ সার্ভিস)
সকাল ৭:৩০-
রামপুর-গৌরীপুর-ময়মনসিংহ-ঢাকা।
দুপুর ২:৩০
ঢাকা-ময়মনসিংহ-গৌরীপুর-রামপুর।
সুপারভাইজার/গাড়ী: 01754-712204.
অভিযোগ: 01711-467909.
৩নং অচিন্তপুর, ৪নং মাওহা ও ৫নং সহনাটি ইউনিয়ন গৌরীপুর উপজেলার পূর্বদিকে অবস্থিত। কোন এক সময় এই তিন ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা দুর্লভ ছিল। বর্তমানে সিএনজি, অটোরিক্সা, টেম্পু, লেগুনা ইত্যাদি সহজলভ্য। তার মধ্যে আর একটি যাতায়াত সুবিধা যোগ হয়েছে এই তিন ইউনিয়ন তথা গৌরীপুরবাসীর জন্য। সেটি হচ্ছে নিরাপদ ট্রাভেলস-যেটি রামপুর থেকে সকাল ৭টা ৩০মিনিটে গাড়ীটি ছাড়ে। এলাকাবাসীর দাবী নিরাপদ ট্রাভেলস কোচটি যেন আরও ভোরে ছাড়ে। বর্তমানে এর সময়সূচি নিম্নে প্রদত্ত হল:
গাড়ী ছাড়ার সময়:
রামপুর-সকাল: ৭:৩০
বেখৈরহাটি-সকাল: ৭:৫৫
শাহগঞ্জ-সকাল: ৮:৩০
ঢাকা-দুপুর: ২:৩০
বি:দ্র: ঈদের সপ্তম দিন পর্যন্ত দ্বিতীয়বার রামপুর থেকে রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে এই গাড়ীটি ছাড়বে।
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে, আরও একটি বাস তারা অফিস টাইম হিসেবে অতিসত্বর চালু করবে।
>মাইওপো/আইসু/০৫/০৯/২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন