ভূটিয়ারকোনা বাজার গৌরীপুর উপজেলার তরি-তরকারীর ভাণ্ডার!

ছবি: সুমন আহাদ
গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা বাজারটি অত্র এলাকার তরি-তরকারীর ভাণ্ডার হিসেবে অভিহিত করা যায়। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এখানে বিভিন্ন প্রজাতির তরি-তরকারী যেমন: লতা, লাউ, কুমড়া, শসা, বিভিন্ন ধরনের শাক-সবজি, টমেটো, গাজর, বেগুন, আলু ইত্যাদি বিক্রয় করে। পক্ষান্তরে, এখান থেকে বিভিন্ন এলাকা থেকে হরেক রকম ব্যবসায়ী এসে বিভিন্ন পণ্য কিনে নিয়ে যায়। এটি শুধু তরি-তরকারীর ভাণ্ডারই নয়, মাছের ভান্ডারও বলা যায়। এ বাজারে সপ্তাহে দু’দিন হাট বসে-শুক্রবার ও সোমবার। প্রতি শুক্রবারে গরুর বিশাল হাট বসে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমে এ বাজারটি পাকা করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Contact for ad