‘বীরঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড’ পেলেন ১০ জন গুণী

‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটি’র উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ময়মনসিংহ বিভাগের ১০ গুণীজনকে ‘বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড-২০১৪
’ প্রদান করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ পৌরসভার শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে গুণীজনদের হাতে এ অ্যাওয়ার্ড তোলে দেয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্তগণ হলেন-
১.সমাজসেবায় অবদানের জন্য ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল মান্নান, কেন্দুয়া নিঝুম পার্কের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত জেলা জজ লতিফ আহমেদ খান;
২.শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে অবদানের জন্য গৌরীপুরের ছড়াকার আজম জহিরুল ইসলাম, নান্দাইলের কবি আবদুল হান্নান ইউজেটিস,
৩.ভাষা ও সাহিত্যে কেন্দুয়ার নাট্যকার শফিকুল ইসলাম খান,
৪.গবেষণায় গৌরীপুরে কৃষি যন্ত্রপাতির উদ্ভাবক আব্দুল্লাহ কেনু মিস্ত্রী,
৫.সাংবাদিকতা ও আলোকচিত্রে অবদানের জন্য গৌরীপুরের প্রবীণ সাংবাদিক ও অধ্যাপক কাজী এমএ মোনায়েম, গৌরীপুরের মফস্বল সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন এবং নিউজবাংলাদেশ.কমের গৌরীপুর উপজেলা সংবাদদাতা রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডিন পরিষদের আহ্বায়ক প্রফেসর আব্দুর রশীদ। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

সংগঠনের প্রেসিডেন্ট ফজর আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, নেত্রকোনা এমআইএসটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এমএ জিন্নাহ। ফ্লোরেন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।

ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে শায়িত বাংলার ঐতিহাসিক ঈশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁর সহধর্মিনী ও উমর খাঁর একমাত্র কন্যা বাংলার বীরঙ্গনার নারী সখিনা। তার স্মরণে বীরঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড-এর আয়োজন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Contact for ad