
সোমবার (৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ পৌরসভার শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে গুণীজনদের হাতে এ অ্যাওয়ার্ড তোলে দেয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্তগণ হলেন-
১.সমাজসেবায় অবদানের জন্য ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল মান্নান, কেন্দুয়া নিঝুম পার্কের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত জেলা জজ লতিফ আহমেদ খান;
২.শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে অবদানের জন্য গৌরীপুরের ছড়াকার আজম জহিরুল ইসলাম, নান্দাইলের কবি আবদুল হান্নান ইউজেটিস,
৩.ভাষা ও সাহিত্যে কেন্দুয়ার নাট্যকার শফিকুল ইসলাম খান,
৪.গবেষণায় গৌরীপুরে কৃষি যন্ত্রপাতির উদ্ভাবক আব্দুল্লাহ কেনু মিস্ত্রী,
৫.সাংবাদিকতা ও আলোকচিত্রে অবদানের জন্য গৌরীপুরের প্রবীণ সাংবাদিক ও অধ্যাপক কাজী এমএ মোনায়েম, গৌরীপুরের মফস্বল সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন এবং নিউজবাংলাদেশ.কম
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের
সংগঠনের প্রেসিডেন্ট ফজর আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, নেত্রকোনা এমআইএসটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এমএ জিন্নাহ। ফ্লোরেন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে শায়িত বাংলার ঐতিহাসিক ঈশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁর সহধর্মিনী ও উমর খাঁর একমাত্র কন্যা বাংলার বীরঙ্গনার নারী সখিনা। তার স্মরণে বীরঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড-এর আয়োজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন