Moaha UP Web Portal-মাওহা ইউপি ওয়েব পোর্টালের সকল পেইজ
Search this website
মাওহা ইউনিয়নের আহমদপুর কাচারী বাজার থেকে ঢাকাগামী অফিস টাইম বাস সার্ভিস চালু
সু-খবর! সু-খবর!! সু-খবর!!!
*ঢাকায় চাকরীরত ভাই-বোনদের জন্য অফিস টাইম বাস সার্ভিস*
গৌরীপুর উপজেলাধীন ৩নং অচিন্তপুর, ৪নং মাওহা ও ৫নং সহনাটি ইউনিয়নের
অধিবাসীগণ যারা ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকায় কর্মরত কিন্তু কোন কারণে বাড়িতে আসার পর
ভোরে গিয়ে ডিউটি করতে পারেন না তাদের জন্য এই অফিস টাইম বাস সার্ভিস। নিম্নে এই সার্ভিসের
বিবরণ দেওয়া হল:
“মন্ডল এন্টারপ্রাইজ”
কাচারী বাজার-শাহগঞ্জ-গৌরীপুর-ময়মনসিংহ-ঢাকা
ছাড়ার
সময়:
কাচারী বাজার হইতে:
ভোর ৪.৪০ মিনিটে
ঢাকা হইতে:
সকাল ১০.৩০ মিনিটে
কাউন্টারসমূহ:
কাচারী বাজার
01744-481479
শাহগঞ্জ বাজার
01762-215194
অচিন্তপুর বাজার
01795-956338
সুপারভাইজারের মোবাইল: 01717-884722
(যে কোন কারণে সময়সূচী পরিবর্তন হতে পারে তাই সুপারভাইজারকে
কল দিয়ে নিশ্চিত হউন।)
এই রকম আরো একটি অফিস টাইম বাস সার্ভিস ভূটিয়ারকোনা বাজার থেকে
ভোর ৫টায় ছাড়ার জন্য ‘মন্ডল এন্টারপ্রাইজ’
কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,
আহাদুল ইসলাম (সুমন)
সম্পাদক ও প্রকাশক
মাওহা ইউপি ওয়েব পোর্টাল
www.maohaup.blogspot.com
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)