মাওহা ইউনিয়নে নব নির্বাচিত প্রতিনিধিগণদের গণ সংবর্ধনা


*মাওহা ইউপি ওয়েব পোর্টাল:
ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়নে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনকে ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) পহেলা বৈশাখ দুপুরে ভুটিয়ারকোনা প্রাইমারী স্কুল মাঠে বিশাল গণসংবর্ধনা দেয়া হয়েছে

মাওহা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নব নির্মিত ভবনের ‘শুভ উদ্ধোধন’

১২ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে আনুষ্ঠানিক ভাবে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়ন পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের নির্মান কাজের শুভ উদ্ধোধন করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি।এ উপলক্ষে মাওহা ইউপি চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ কালন মাষ্টারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জনাব আলহাজ্ব ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির বলেন-প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রাম বাংলার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, গৌরীপুর থানা অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ, গৌরীপুর প্রেসকাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, অচিন্তপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর, উপজেলা আওয়ামীলীগ নেতা এম মেতালেব অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স তালুকদার ট্রেডার্স৮৭ লক্ষ টাকা ব্যয়ে উক্ত ইউনিয়ন পরিষদের নতুন ভবনটির নির্মান কাজ সম্পন্ন করবে

গজল (আল্লাহু আল্লাহু বল)

আল্লাহু আল্লাহু বল
কথা ও সুর: মোঃ আহাদুল ইসলাম সুমন

আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’- (২বার)
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।

তুমি ছিলে মায়ের গর্ভে, কেমনে আসলে এই ভবে-(২বার)
ভেবে দেখ কে দিল তোমার দেহে প্রাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’-
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।

যার খাতিরে সৃষ্টি ধরা, দীদার পাবে না তারে ছাড়া-(২বার)
মনে প্রাণে ভক্তি কর মুহাম্মদ(সা) তার নাম।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’ (২বার)
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।

ভেবে অধম আহাদে কয়, আল্লাহকে কররে ভয়-(২বার)
পরকালের পুঁজি কর, পড়রে কুরআন।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।
------------------------------------

মাওহা ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য

ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়নে ৩১ মার্চ (বৃহস্পতিবার) দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নব নির্বাচিত প্রতিনিধিগণ:

নবনির্বাচিত চেয়ারম্যান:
*৪নং মাওহা ইউনিয়নে রমিজ উদ্দিন স্বপন (চশমা, লীগ বিদ্রোহী) ৪৪১২ ভোট পেয়ে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্ধী আল ফারুক (মোটর সাইকেল, লীগ বিদ্রোহী) পেয়েছে ৩৫৯০ ভোট।

নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য:
*৪নং মাওহা ইউনিয়নে সংরক্ষিত আসনে মিনা বেগম, নাজমা বেগম, মোছা. জেসমীন।

নবনির্বাচিত সাধারণ সদস্য:
*৪নং মাওহা ইউনিয়নে সাধারণ আসনে মো. এন্টেশ মিয়া, মো. মতিউর রহমান, রফিকুল ইসলাম হাবুল, মো. . হামিদ, মো. একলাছ উদ্দিন, মো. কামরুজ্জামান, মো. আবুল মিয়া, মো. আব্দুল মান্নান

Contact for ad