গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা বাজারটি অত্র এলাকার তরি-তরকারীর ভাণ্ডার হিসেবে অভিহিত করা যায়। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এখানে বিভিন্ন প্রজাতির তরি-তরকারী যেমন: লতা, লাউ, কুমড়া, শসা, বিভিন্ন ধরনের শাক-সবজি, টমেটো, গাজর, বেগুন, আলু ইত্যাদি বিক্রয় করে। পক্ষান্তরে, এখান থেকে বিভিন্ন এলাকা থেকে হরেক রকম ব্যবসায়ী এসে বিভিন্ন পণ্য কিনে নিয়ে যায়। এটি শুধু তরি-তরকারীর ভাণ্ডারই নয়, মাছের ভান্ডারও বলা যায়। এ বাজারে সপ্তাহে দু’দিন হাট বসে-শুক্রবার ও সোমবার। প্রতি শুক্রবারে গরুর বিশাল হাট বসে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমে এ বাজারটি পাকা করা হয়েছে।
Moaha UP Web Portal-মাওহা ইউপি ওয়েব পোর্টালের সকল পেইজ
Search this website
বাস সার্ভিস নিয়ে ভাবছেন?
নিরাপদ ট্রাভেলস
(বিলাসবহুল স্লিপিং চেয়ার কোচ সার্ভিস)
সকাল ৭:৩০-
রামপুর-গৌরীপুর-ময়মনসিংহ-ঢাকা।
দুপুর ২:৩০
ঢাকা-ময়মনসিংহ-গৌরীপুর-রামপুর।
সুপারভাইজার/গাড়ী: 01754-712204.
অভিযোগ: 01711-467909.
৩নং অচিন্তপুর, ৪নং মাওহা ও ৫নং সহনাটি ইউনিয়ন গৌরীপুর উপজেলার পূর্বদিকে অবস্থিত। কোন এক সময় এই তিন ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা দুর্লভ ছিল। বর্তমানে সিএনজি, অটোরিক্সা, টেম্পু, লেগুনা ইত্যাদি সহজলভ্য। তার মধ্যে আর একটি যাতায়াত সুবিধা যোগ হয়েছে এই তিন ইউনিয়ন তথা গৌরীপুরবাসীর জন্য। সেটি হচ্ছে নিরাপদ ট্রাভেলস-যেটি রামপুর থেকে সকাল ৭টা ৩০মিনিটে গাড়ীটি ছাড়ে। এলাকাবাসীর দাবী নিরাপদ ট্রাভেলস কোচটি যেন আরও ভোরে ছাড়ে। বর্তমানে এর সময়সূচি নিম্নে প্রদত্ত হল:
গাড়ী ছাড়ার সময়:
রামপুর-সকাল: ৭:৩০
বেখৈরহাটি-সকাল: ৭:৫৫
শাহগঞ্জ-সকাল: ৮:৩০
ঢাকা-দুপুর: ২:৩০
বি:দ্র: ঈদের সপ্তম দিন পর্যন্ত দ্বিতীয়বার রামপুর থেকে রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে এই গাড়ীটি ছাড়বে।
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে, আরও একটি বাস তারা অফিস টাইম হিসেবে অতিসত্বর চালু করবে।
>মাইওপো/আইসু/০৫/০৯/২০১৬
(বিলাসবহুল স্লিপিং চেয়ার কোচ সার্ভিস)
সকাল ৭:৩০-
রামপুর-গৌরীপুর-ময়মনসিংহ-ঢাকা।
দুপুর ২:৩০
ঢাকা-ময়মনসিংহ-গৌরীপুর-রামপুর।
সুপারভাইজার/গাড়ী: 01754-712204.
অভিযোগ: 01711-467909.
৩নং অচিন্তপুর, ৪নং মাওহা ও ৫নং সহনাটি ইউনিয়ন গৌরীপুর উপজেলার পূর্বদিকে অবস্থিত। কোন এক সময় এই তিন ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা দুর্লভ ছিল। বর্তমানে সিএনজি, অটোরিক্সা, টেম্পু, লেগুনা ইত্যাদি সহজলভ্য। তার মধ্যে আর একটি যাতায়াত সুবিধা যোগ হয়েছে এই তিন ইউনিয়ন তথা গৌরীপুরবাসীর জন্য। সেটি হচ্ছে নিরাপদ ট্রাভেলস-যেটি রামপুর থেকে সকাল ৭টা ৩০মিনিটে গাড়ীটি ছাড়ে। এলাকাবাসীর দাবী নিরাপদ ট্রাভেলস কোচটি যেন আরও ভোরে ছাড়ে। বর্তমানে এর সময়সূচি নিম্নে প্রদত্ত হল:
গাড়ী ছাড়ার সময়:
রামপুর-সকাল: ৭:৩০
বেখৈরহাটি-সকাল: ৭:৫৫
শাহগঞ্জ-সকাল: ৮:৩০
ঢাকা-দুপুর: ২:৩০
বি:দ্র: ঈদের সপ্তম দিন পর্যন্ত দ্বিতীয়বার রামপুর থেকে রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে এই গাড়ীটি ছাড়বে।
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে, আরও একটি বাস তারা অফিস টাইম হিসেবে অতিসত্বর চালু করবে।
>মাইওপো/আইসু/০৫/০৯/২০১৬
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)