এসিক ও ক্রিয়েটিভ এসোসিয়েশন-এর সহযোগিতায় ‘‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরঙ্গনা সখিনা (বি.এস) সিলভার পেন অ্যাওয়ার্ড’’ নিম্নোক্ত তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে:
১. ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখা ও সমৃদ্ধ করা
আনুমানিক চারশত বছর পূর্বে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের আমলে ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহাসিক রণক্ষেত্রে বীরঙ্গনা সখিনা নিহত হন। মোগল আমলের ইতিহাসে সখিনার বীরত্বগাথা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। স্বামীর প্রতি সখিনার গভীর ভালবাসা ও গৌরীপুরের কিল্লাতাজপুরের যুদ্ধে তার আত্মদানের স্মৃতিকে অবিস্মরণীয় করে রাখার জন্য ইলেক্টোরাল ভোটের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। রণবীর সখিনা বিবির মাজার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে অবস্থিত।
২. ইলেক্টোরাল ভোটিং সিস্টেম প্রবর্তন
যোগ্যতার ভিত্তিতে ইলেক্টোরাল মেম্বারদের ভোট পাওয়ার পয়েন্ট প্রদান। পরীক্ষামূলকভাবে এর প্রয়োগ ও সাফল্য এবং ইলেক্টোরাল ভোটের ফলাফলের মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ীদের ঘোষণা।
বি:দ্র: ২০০৬ সালে ইলেক্টোরাল ভোট নিয়ে গবেষণা করা হয়। যার ফলে এ দেশে জাতীয় ইলেক্টোরাল কমিটি, ইলেক্টোরাল কলেজ, ইলেক্টোরাল স্কুল, ইলেক্টোরাল কমিটি ইত্যাদি ইলেক্টোরাল সংগঠন গঠন করা হয়।
৩. বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড
বৃহত্তর ময়মনসিংহ জেলায় বা বিভাগে কোন বিশিষ্টজন উল্লিখিত চার বা একাধিক ক্ষেত্রে প্রশংসনীয় বিশেষ অবদান রেখেছেন, তাদের নিকট থেকে প্রোফাইল সংগ্রহ করে ভোটের মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ী ঘোষণা করা।
আরও পড়ুন:
১. ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখা ও সমৃদ্ধ করা
আনুমানিক চারশত বছর পূর্বে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের আমলে ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহাসিক রণক্ষেত্রে বীরঙ্গনা সখিনা নিহত হন। মোগল আমলের ইতিহাসে সখিনার বীরত্বগাথা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। স্বামীর প্রতি সখিনার গভীর ভালবাসা ও গৌরীপুরের কিল্লাতাজপুরের যুদ্ধে তার আত্মদানের স্মৃতিকে অবিস্মরণীয় করে রাখার জন্য ইলেক্টোরাল ভোটের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। রণবীর সখিনা বিবির মাজার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে অবস্থিত।
২. ইলেক্টোরাল ভোটিং সিস্টেম প্রবর্তন
যোগ্যতার ভিত্তিতে ইলেক্টোরাল মেম্বারদের ভোট পাওয়ার পয়েন্ট প্রদান। পরীক্ষামূলকভাবে এর প্রয়োগ ও সাফল্য এবং ইলেক্টোরাল ভোটের ফলাফলের মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ীদের ঘোষণা।
বি:দ্র: ২০০৬ সালে ইলেক্টোরাল ভোট নিয়ে গবেষণা করা হয়। যার ফলে এ দেশে জাতীয় ইলেক্টোরাল কমিটি, ইলেক্টোরাল কলেজ, ইলেক্টোরাল স্কুল, ইলেক্টোরাল কমিটি ইত্যাদি ইলেক্টোরাল সংগঠন গঠন করা হয়।
৩. বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড
বৃহত্তর ময়মনসিংহ জেলায় বা বিভাগে কোন বিশিষ্টজন উল্লিখিত চার বা একাধিক ক্ষেত্রে প্রশংসনীয় বিশেষ অবদান রেখেছেন, তাদের নিকট থেকে প্রোফাইল সংগ্রহ করে ভোটের মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ী ঘোষণা করা।
আরও পড়ুন: